শ্রীশ্রীচৈতন্য ভাগবত গন্থটি Download করুন .PDF

Krishner Das

1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

 জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।[ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হুইন ]-শ্রীল প্রভুপাদ

হরে কৃষ্ণ

🙏হরে কৃষ্ণ🙏জপ করুন সুখী হউন

 শ্রীশ্রীচৈতন্য ভাগবত গন্থটি Download করুন .PDF

   শ্রীশ্রীচৈতন্য ভাগবত গন্থটি Download করুন .PDF

 

শ্রীশ্রীচৈতন্য ভাগবত



শ্রীশ্রীচৈতন্য ভাগবত
 গ্রন্থ পাঠ করা হইল না বলিয়া অনেকের মনে ক্লেশ হইতে | এই উভয় প্রবন্ধই নিষ্ঠাবান্ বৈষ্ণবগণের পক্ষে অতীব পারে। সেই জন্য তাহার অনুরােধ করিলেন যে পরবর্তী | উপাদেয় হইবে। এই গ্রন্থে অতিরিক্ত বিদ্যা-প্রদর্শনের সংস্করণে যেন বাদ দেওয়া অংশগুলি যথাস্থানে সন্নিবিষ্ট করা | কোন প্রয়ােজন নাই। এমন স্বভাব-সুন্দর সর্বচিত্তাকর্ষী হয়। এই কথা যখন আমাদের কর্ণগােচর হইল তখন | ভক্তিসুধা-পরিপুরিত গ্রন্থ কেবল বঙ্গভাষায় কেন জগতের মহাত্মা শিশিরকুমার এই ধরাধাম ত্যাগ করিয়া গােলােকগত | অপর কোন ভাষাতেও আছে কিনা সন্দেহ। আমরা এই হইয়াছিলেন। কাজেই তাহার মত লইবার আর সুযােগ | গ্রন্থের প্রকৃত ভাব ও ভাষা শুদ্ধির প্রতি যথেষ্ট লক্ষ্য রাখিয়া ঘটিল না। শেষে নিষ্ঠাবান বৈষ্ণবদিগের বিশেষ অনুরােধে | এই গ্রন্থখানি সম্পাদন করিয়াছি। নিরর্থক পাঠান্তরআমরা তাহাদের কথায় সম্মত হইলাম এবং বাদ দেওয়া জাল সংযােগ করিয়া গ্রন্থখানিকে অসম্ভব ভাবে তারাক্রান্ত অংশগুলি সহ তৃতীয় সংস্করণ প্রকাশিত হইল। করিতে এবং শুদ্ধ বৈষ্ণবগণের পাঠের অসুবিধা সংঘটনে ৪২৭ গৌরাঙ্গে বৈষ্ণবাচাৰ্য শ্রীল রসিকমােহন বিদ্যাভূষণ | সাবধান পূৰ্ব্বকই বিরত হইয়াছি। কি সাহিত্যিক কি ভক্ত মহােদয়ের তত্ত্বাবধানে তৃতীয় সংস্করণ বাহির হয়। ইহার | কি অপরাপর পাঠক সকলেই যাহাতে নিরপেক্ষ ভাবে এই ১৩ বৎসর পরে চতুর্থ সংস্করণ মুদ্রিত হইল। অনেক প্রাচীন গ্রন্থের তাৎপর্য পরিগ্রহ করিতে পারেন, আমরা সেই বৈষ্ণব মহােদয়ের বিশেষ অনুরােধে বড় অক্ষরে ও ভাল | ভাবেই এই উপাদেয় গ্রন্থখানি প্রকাশ করিলাম। নিজদের কাগজে ডবল ক্রাউন ৮ পেজি আকারে এবার এই গ্রন্থ | অভিপ্রায় বা অভিসন্ধি-প্রচারের জন্য স্বকপােল-কল্পিত সুন্দররূপে ছাপা হইয়াছে। এবারও বিদ্যাভূষণ মহাশয় সম্পূর্ণ কোন প্রকার টীকা টপ্পনী ও ব্যাখ্যান দ্বারা সরল চিত্ত গ্ৰন্থখানি দেখিয়া দিয়াছেন এবং সংস্কৃত শ্লোকগুলির বিসদ | পাঠকদিগকে ছিন্ন পথে পরিচালিত করার কোনও অসঙ্গত বঙ্গানুবাদ করিয়া দিয়াছেন। এতদ্ভিন্ন এবার গ্রন্থের পরি- | উদ্যম এই গ্রন্থ সম্পাদনে অনুষ্ঠিত হয় নাই। অকাণ্ডে শিষ্টরূপে বিদ্যাভূষণ মহােদয় লিখিত “শ্রীগৌরাঙ্গ উপাসনা- | পাণ্ডিত্য প্রদর্শনেরও অবৈধ প্রযত্ন হইতে আমরা বিরত তত্ব এবং বৈষ্ণবাচাৰ্য্যপ্রবর শ্রীমদ মধুসুদন গোস্বামী হইয়া প্রকৃত গ্রন্থ পাঠই প্রকাশ করিয়া ছ। ইহা দ্বারা সার্বভৌম মহােদয় লিখিত “শ্রীগৌরবিষ্ণুপ্রিয়া যুগলাৰ্চনা” | পাঠকবর্গের, বিশেষতঃ ভক্তগণের কিচিত্র পরিতৃপ্ত হইলে বিষয়ক প্রবন্ধদ্বয় সন্নিবিষ্ট হইল। শ্রম যত্ন সফল মনে করিব।
Online Read.........





0 Response to "  শ্রীশ্রীচৈতন্য ভাগবত গন্থটি Download করুন .PDF"

Post a Comment

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel