বৈষ্ণবশিহ্মা ও সাধনা
শ্রী চৈতন্য মহাপ্রভু পাঁছশ বছরেরও কিছু আগে পশ্চিমবঙ্গের নলীয়া জেলার শীধাম মায়াপুরে আর্বিভূত হন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।' এই পবিত্র মহামন্ত্র কীর্তনের মধ্য দিয়ে তিনি সকল স্তরের মানুষকে সবাের্ড ভগবৎ প্রেমে উদ্বুদ্ধ হতে শিক্ষা দেন। তাঁর ভবিষ্যদ্বাণী ছিল যে, এই শিক্ষা একদিন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। শ্রীমৎ এ সি ভক্তিবেদম্ভ স্বামী প্রভুপাদ (১৮৯৬১৯৭৭) এর একক প্রচেষ্টায় প্রকৃতপক্ষে তা বাস্তব রুপ লাভ করে। তিনি আন্তর্জাতিক - কৃষ্ণভাবনামৃত সংঘ গড়ে তােলেন এবং বিশ্বব্যাপী এর কর্মধারার প্রসার ঘটান। এর ফলে বাঙালী বৈষ্ণবগণ শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসরণ করতে নতুন করে প্রেরণা পান। বিদেশীদের নিষ্ঠার সাথে ভাগবত ধর্ম পালন করতে দেখে বাংলাদেশের অনেক মানুষ অনুপ্রাণিত বোধ করেন এবং তাঁৱাও এসব আচার অনুষ্ঠান পালন করতে চান। অবশ্য দুর্ভাগ্যজনক বাস্তবতা এই যে সঠিক দিক নির্দেশনা খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। নিজেদেরকে সাধু বলে প্রচার করে থাকে, দুনিয়ার এমন লােকের অভাব নেই। এদের প্রায় সকলেই কিন্তু স্বার্থন্বেষী ভণ্ড ‘অবতার” দাশনিক ও গুরুর দল। সস্তা জনপ্রিয়তার পেছনে ধাবমান মেকি প্রেমভারের অভিনয়কারী যে সব পেশাদর গুরু ধর্ম ব্যবসার মাধ্যমে পরিবার চালায় তাদের কেউ আমাদেরকে আধ্যাত্মিক অগ্রগতিতে কোনরকম সাহায্য করতে পারে না। তাই কৃষ্ণভক্তি সম্পর্কে আন্তরিকভাবে আগ্রহী ব্যাক্তিদের সহায়তার জন্য এই পুস্তিকা রচিত হয়েছে। দৈনন্দিন জীবনে সাধারণ লোকেরা পালন করতে পারে এমন সব সরল ও ব্যবহারিক নির্দেশ এই পুস্তিকায় দেয়া হয়েছে। এর ফলে প্রত্যেকেই আত্মশুদ্ধির মাধ্যমে সিদ্ধিলাভ করতে পারবে। এ সমস্ত নির্দেশের দার্শনিক পটভূমি এখানে খুব বিস্তারিতভাবে বর্ণনা করা হয়নি। শ্রীমৎ ভক্তিবেদান্ত স্বাখী প্রভুপাদ রচিত গ্রন্থসমূহে, বৈষ্ণব দর্শনের পুংখানুপুংখ আলােচনা রয়েছে। এ ব্যাপারে আগ্রহী ব্যাক্তিদের তাঁর গ্রন্থগুলাে মনােযোগ দিয়ে পড়া অপরিহার্য। বৃন্দালনের বড়গােস্বামী (শ্রীল রুপ গােস্বামী, শ্রীল সনাতন গােস্বামী, শ্ৰীল রঘুনাথ হট গােস্বামী শ্ৰীজৰী গােস্বামী, শ্রীল গোপাল ভট্র গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামী) শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা হরিভক্তিবিলাস, ভক্তিরসামৃত সিন্ধু এবং শ্রী উপদেশামৃত নামীয় গ্রন্থরাজিতে লিপিবদ্ধ করে গেছেন সমস্ত গ্রন্থের নির্দেশাবলীর সার সংক্ষেপ এই পুস্তিকায় পাওয়া যাবে। গুরু পরম্পরায় এ সমস্ত নির্দেশ দেশ কাল পাত্রে উপযােগী করে এখানে উপস্থাপন করা হয়েছে। এ সমস্ত নির্দেশ পালনকারী যে কোন ব্যাক্তি কৃষ্ণ ভাবনামৃতের পথে তাদের অগ্রগতি নিজেরাই প্রত্যক্ষ করতে পারবেন।

0 Response to "বৈষ্ণবশিহ্মা ও সাধনা গন্থটি Download করুন.PDF"
Post a Comment