শ্রীল প্রভুপাদ ও আধুনিক বিঞ্জান প্রশ্নসমূহ.........।।আপেক্ষিকত্ব এবং জ্ঞান।।(২য় খন্ড)

Krishner Das

1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

 জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।[ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হুইন ]-শ্রীল প্রভুপাদ

হরে কৃষ্ণ

🙏হরে কৃষ্ণ🙏জপ করুন সুখী হউন

শ্রীল প্রভুপাদ ও আধুনিক বিঞ্জান প্রশ্নসমূহ.........।।আপেক্ষিকত্ব এবং জ্ঞান।।(২য় খন্ড)

শ্রীল প্রভুপাদ ও আধুনিক বিঞ্জান প্রশ্নসমূহ.........।।আপেক্ষিকত্ব এবং জ্ঞান।।(২য় খন্ড)


আপেক্ষিকত্ব এবং জ্ঞান



 আপেক্ষিকত্ব এবং জ্ঞা


 শ্রীল প্রভুপাদঃ চারটি প্রবৃত্তি চরিতার্থ করার মত বুদ্ধি প্রতিটি জীবের | রয়েছে। সেই চারটি প্রবৃত্তি হচ্ছে আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। • এই প্রবৃত্তিগুলি পরমাণুরও রয়েছে। কিন্তু মনুষ্য জীবনের বৈশিষ্ট্য হচ্ছে। # যে, ভগবানকে জানার অতি-উন্নত বুদ্ধিমত্তা তার রয়েছে। এটাই হচ্ছে | একটা পশু এবং একটা মানুষের মধ্যে পার্থক্য। আহার-নিদ্রা-ভয়[[ মৈথুনঞ্চ সামানমেতৎ পশুভিনরাণাম। আহার, নিদ্রা, ভয় এবং মৈথুনের প্রবৃত্তিগুলি প্রতিটি জীবের মধ্যেই রয়েছে। একটা গাছ কি ভাবে বর্ধিত হয় তা তােমরা দেখেছ। যেদিকে গেলে বাঁধা পড়বে সেদিকে - ডালপালাগুলি বর্ধিত হয় না। গাছেরও চেতনা আছে, সেই চেতনা দিয়ে তারাও বিচার করে, “আমি যদি এদিকে যাই, তাহলে আমি বাধা। পাব, সুতরাং আমি ওদিকে যাব।” কিন্তু তার চোখ কোথায়? সে | তাহলে দেখে কি করে? তার বুদ্ধি আছে। তার বুদ্ধি তােমার মত • এত উন্নত নাও হতে পারে, কিন্তু এটাও বুদ্ধি। যেমন, একটি শিশুরও বুদ্ধি আছে, যদিও তা তার পিতার মত উন্নত নয়। তবে কালক্রমে সেই শিশুর শরীরটি যখন তার পিতার শরীরের মত হবে, তখন সেই + শিশুর বুদ্ধিমত্তা আরও উন্নত হয়ে, বিকশিত হয়ে প্রকাশ পাবে।
ডাঃ সিংঃ- তাহলে এই বুদ্ধিমত্তা আপেক্ষিক।
শ্রীল প্রভুপাদ ঃ হ্যা। সবকিছুই আপেক্ষিক। তােমার একটা বিশেষ | শরীর আছে, তার আয়ু আছে, এবং তার বুদ্ধিমত্তা আছে, আর একটা | পিপড়েরও এগুলি আছে। আমাদের এবং পিপড়েদের সকলেরই আয়ু একশ’ বছর। তবে আমাদের একশ’ বছর, এই শরীরের চেতনা অনুসারে একশ' বছ। এমনকি ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডের সবচাইতে দীর্ঘ আয়ুসম্পন্ন জীব, তারও আয়ু একশ’ বছর। আমাদের মনে হতে পারে যে একটা। পিপড়ের আয়ু মােটে কয়েকটি দিন মাত্র। ঠিক তেমনই আমাদের এই পৃথিবী থেকেও ভিন্ন আবহাওয়া সম্পন্ন অন্যান্য গ্রহে সেখানকার আবহাওয়া অনুসারে জীবন রয়েছে। কিন্তু বৈজ্ঞানিকেরা সবকিছুই কেবল এই পৃথিবীর অবস্থার পরিপ্রেক্ষিতে দেখতে চায়। সেটা তাদের মূখ। যদি সমস্ত জড়া-প্রকৃতি আপেক্ষিক নীতি অনুসরণ করে, তাহলে বৈজ্ঞানিকেরা কিভাবে বলে যে, এই গ্রহের অবস্থা অন্যান্য গ্রহের | জীবদের উপরও প্রযােজ্য হবে? বেদ নির্দেশ দিচ্ছে যে দেশ, কাল, পাত্র অনুসারে জ্ঞান বিবেচনা করতে হয়। দেশ মানে হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা, কাল মানে সময়, এবং পাত্র মানে হচ্ছে বিষয়। এই তিনটে বিষয় নিয়ে বিবেচনা করে। তাদের সবকিছু বুঝতে হবে। যেমন, একটা মাছ খুব আরামে জলে বাস , , T; এই সমুদ্রে তীরে অ-রা ঠাণ্ডয় কাপছি। তার কারণ হচ্ছে আমাদের দেশ, কাল, পাত্র এবং মাছের দেশ, কাল, পাত্র ভিন্ন। তেমনই আমরা যদি সিদ্ধান্ত করি যে, সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমরা যেহেতু শীতে কাঁপছি তাই সমুদ্রের পাড়ে এই গাঙচিলগুলােও শীতে কাপবে, সেটা সম্পূর্ণ অর্থহীন সিদ্ধান্ত। গাঙচিলদের দেশ, কাল, পাত্র আমাদের দেশ, কাল, পাত্র থেকে ভিন্ন। এই জড় জগতে ৮৪ লক্ষ বিভিন্ন ধরনের জীব শরীর রয়েছে, এবং বিভিন্ন ধরনের প্রতিটি জীব বিভিন্ন অবস্থায় বাস করছে। এমনকি এই গ্রহেও। তুমি আলাস্কায় গিয়ে
আরামে থাকতে পারবে না, যদিও তা আমেরিকারই একটা অংশ। | তেমনই যারা আলাস্কায় বসবাস করছে তারা যদি এখানে আসে তাহলে তাদের খুব কষ্ট হবে।
করন্ধরঃ- তার মানে আপেক্ষিকত্ব নির্ভর করছে আমাদের ব্যক্তিগত অবস্থার = উপর।
শ্রীল প্রভুপাদ ঃ হ্যা। তাই বলা হয় যে, একজনের আহার অন্য * আরেকজনের বিষ। ব্রহ্মানন্দ স্বামী ও বৈজ্ঞানিকেরা যেহেতু চাঁদে বসবাস করতে পারল না, তাই তারা অনায়াসেই সিদ্ধান্ত করল কেউই সেখানে বসবাস করতে পারে না।

আরও পড়ুনঃ-

1 Response to "শ্রীল প্রভুপাদ ও আধুনিক বিঞ্জান প্রশ্নসমূহ.........।।আপেক্ষিকত্ব এবং জ্ঞান।।(২য় খন্ড)"

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel