জীব কত প্রকারের? জীব চেতনা কত প্রকার ও কি কি এবং জীবের লক্ষ্য কি?

Krishner Das

1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

 জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।[ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হুইন ]-শ্রীল প্রভুপাদ

হরে কৃষ্ণ

🙏হরে কৃষ্ণ🙏জপ করুন সুখী হউন

জীব কত প্রকারের? জীব চেতনা কত প্রকার ও কি কি এবং জীবের লক্ষ্য কি?

জীব কত প্রকারের?  জীব চেতনা কত প্রকার ও কি কি এবং জীবের লক্ষ্য কি?

 জীব তিন প্রকারের



                      


                   

👉 আজকে জানব জীব কত প্রকারের?  জীব চেতনা কত প্রকার ও কি কি এবং জীবের লক্ষ্য কি?

✍️ জীব তিন প্রকারের 

(১) নিত্যবদ্ধ, 
(২) নিত্যমুক্ত, 
(৩) বন্ধনমুক্ত। 

◆ নিত্যবদ্ধ জীবঃ-

ভগবদবিমুখ জীব যারা এই জড় জগতের  ত্রিগুণাত্মিক মায়াশক্তির প্রভাবে বদ্ধ হয়ে আছে ও জড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা পরিচালিত হচ্ছে, তাদেরকে নিত্যবদ্ধ জীব বলে।

◆ নিত্যমুক্ত জীবঃ-

যে সমস্ত জীব অনাদি কাল থেকে মুক্ত অবস্থায় ভগবদ্মামে অবস্থান করছেন, তাদেরকে নিত্যমুক্ত জীব বলা হয়।

◆ বন্ধনমুক্ত জীবঃ-

যে সমস্ত জীব ভগবদ্ভজন করে এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে প্রবেশ উন্মুখ, তাদেরকে বন্ধনমুক্ত জীব বলা হয়। 

■ জীব চেতনা কয় প্রকার ও কি কিঃ-
>>জীব চেতনা পাঁচ প্রকার 
১) আচ্ছাদিত চেতনা 
২) সংকুচিত চেতনা 
৩) মুকুলিত চেতনা 
৪) বিকশিত চেতনা 
৫) পূর্ন বিকশিত চেতনা

★ পাহাড়, বৃক্ষ, আদিতে যে চেতনা তাকে আচ্ছাদিত চেতনা বলে। পশু, পাখির হচ্ছে সংকুচিত চেতনা।  সাধারন মানুষ হচ্ছে মুকুলিত চেতন। মানুষের মধ্যে যারা ভগবদ্ভজনে নিযুক্ত আছেন তারা হচ্ছেন বিকশিত চেতন। আর ভগবদ্ভজনে যারা সিদ্ধি লাভ করেছেন তাদের চেতনাকে পূর্ণ বিকশিত চেতনা বলা হয়।

★ তাই আমাদের এই জীবের চরম লক্ষ্য হচ্ছে - পরমেশ্বর ভগবানের সঙ্গে তার হারানো সম্পর্ককে পুনঃস্থাপন করে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবায় নিযুক্ত হওয়া, কৃষ্ণপ্রেম লাভ করা।

                                               🌼🌼🌼 " হরে কৃষ্ণ " 🌼🌼🌼

1 Response to "জীব কত প্রকারের? জীব চেতনা কত প্রকার ও কি কি এবং জীবের লক্ষ্য কি?"

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel