About Us
হরে কৃষ্ণ
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।।
আমি কৃষ্ণ ভক্তদের দীন দাস হওয়ার চেষ্টা করছি, তাই সকল বৈষ্ণব ভক্তদের কাছে কৃপা আশির্বাদ প্রার্থনা করছি।
বর্তমান সময়ে ডিজিটাল যোগ চলছে। এখনকার বেশিরভাগ মানুষ ইন্টারনেট, মোবাইল এ বেশি সময় অতিবাহীত করে, তাই এই ব্লগসাইটের মাধ্যমে ভগবানের বাণী প্রচারের চেষ্টা করছি। এই ব্লগসাইটের সকল তথ্য নানা রকম শাস্ত্রগ্রন্থ যেমন গীতা, ভাগবত, রামায়ন, মহাভারত ও মহান বৈষ্ণব ভক্তদের প্রবচন থেকে নেওয়া হয়। এখানে কোন মনগড়া তথ্য দেওয়া হয় না। এই ব্লগসাইট থেকে যদি কোন ভক্তদের বিন্দু মাত্রও লাভ হয়ে থাকে তাহলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করি।
0 Response to "About Us"
New comments are not allowed.