'নিত্য আনন্দের পথনির্দেশ' গ্রন্থটি
ইসকন মায়াপুর চন্দ্রোদয় মন্দির কক্ষে প্রত্যহ সকাল ৮টার সময় শ্ৰীমন্ত্রগত ও রাত্রি ৮টার সময় শ্রীমগবদগীতা প্রবচন হয়। মাঝে মধ্যে। গুরুমহারাজগণও প্রবচন দিয়ে থাকেন। সেই প্রবচনগুলােকে রেকডিং করে ভগবৎ-দর্শন পত্রিকায় প্রকাশ করা হয়। বই উক্তের অনুরােধে প্রকাশিত প্রবচনগুলােকে একত্রিত করে গ্রন্থ আকারে লিপিবদ্ধ করা হল।
আপনি হয়ত প্রবচন শােনেন, তারপর কিছুদিন পর ভুলে যান, কিন্তু গ্রহের মধ্যে লিপিবন্ধ থাকলে আপনি যখন খুশি প্রবচনগুলাে অধ্যয়ন করতে পারবেন। বাগবৎ-দর্শন পত্রিকার ১২শ বর্ষ থেকে ৩১তম বর্ষ পর্যন্ত প্রবচনগুলাে নিয়ে 'নিত্য আনন্দের পথনির্দেশ' নামে গ্রন্থটি প্রকাশ করা হল। আশাকরি আপনাদের কাছে গ্রন্থটি সমাদৃত হবে।
0 Response to "'নিত্য আনন্দের পথনির্দেশ' গ্রন্থটি Download করুন.PDF"
Post a Comment