শ্রীল প্রভুপাদ ও আধুনিক বিঞ্জান প্রশ্নসমূহ.........।।পরমাণু হচ্ছে ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র সংস্করণ।।(৩য় খন্ড)

পরমাণু হচ্ছে ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র সংস্করণ
পরমাণু হচ্ছে ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র সংস্করণ | শ্রীল প্রভুপাদ সমস্ত জড় বস্তুই হচ্ছে পাঁচটি স্থল পদার্থ (মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ) এবং তিনটি সুক্ষ্ম পদার্থ (মন, বুদ্ধি এবং অহংকার)-এর সমন্বয়।
করন্ধর ঃ বৈদিক জ্ঞান অনুসারে জড়-শক্তির প্রথম প্রকাশ হচেছ অহংকার।
তারপরে তা বুদ্ধিতে পর্যবসিত হয়, তারপরে মনে এবং তারপরে আকাশ, বায়ু, আগুন, জল এবং মাটি এই স্থূল উপাদানগুলিতে রূপান্তরিত হয়। | এই সবকটি মৌলিক উপাদান দিয়েই জড় জগতের সৃষ্টি হয়েছে, তাই
নয় কি?
শ্রীল প্রভুপাদ ঃ হ্যা। এই জড় জগতের প্রকাশ একটি ক্ষুদ্র বীজের বিশাল
বটবৃক্ষে পরিণত হওয়ার মত। বীজের মধ্যে গাছটি দেখা যায় না, কিন্তু গাছের সবকটি প্রয়ােজনীয় উপাদান তার মধ্যে রয়েছে, এমনকি বুদ্ধিও রয়েছে। প্রকৃতপক্ষে প্রতিটি শরীরই হচ্ছে এক একটি ব্রহ্মাণ্ডের নমুনা। তােমার শরীর এবং আমার শরীর হচ্ছে দুটি ভিন্ন ব্রহ্মাণ্ড, ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। তাই আটটি জড় পদার্থই আমাদের শরীরে বর্তমান, ঠিক যেমন তারা সমস্ত ব্রহ্মাণ্ডে বর্তমান। তেমনই একটি ক্ষুদ্র পতঙ্গের শরীরও
আর একটি ব্রহ্মাণ্ড।
করন্ধর : পরমাণুগুলি?
শ্রীল প্রভুপাদ : তারাও তাই। এই সবকটি উপাদানই পরমাণুতে রয়েছে।
অশােরণীয়ান মহতাে মহীয়ান (কঠোপনিষদ ১/২/২০)। অর্থাৎ, যত ক্ষুদ্রই হােক আর যত বৃহই হােক্, তা সবই একরকমের মৌলিক উপাদান দিয়ে তৈরী। জড়জগতের সর্বত্রই এই নিয়ম বর্তমান। ঠিক যেমন মেয়েদের হাতের ছােট্ট ঘড়িতে ঘড়ির সবকটি যন্ত্রই রয়েছে, ঠিক তেমনই একটি পিপড়ের মস্তিষ্কেও মস্তিষ্কের সবকটি প্রয়ােজনীয় উপাদান রয়েছে, যার ফলে সে তার কার্যকলাপ যথাযথভাবে সম্পাদন করতে পারে। এটা কি করে সম্ভব? তা যথাযথভাবে উত্তর দিতে হলে তােমাকে পুঙ্খানুপুঙ্খভাবে পিপড়ের মস্তিষ্কের টিস্যুগুলি পরীক্ষা করতে হবে। কিন্তু তুমি সেটা করতে পার না। আর কত অসংখ্য জীব রয়েছে, যারা একটা পিপড়ের থেকেও অনেক অনেক ছােট। এই সমস্ত কার্যকলাপের অবশ্য অতি উন্নত যান্ত্রিক আয়ােজন রয়েছে, কিন্তু বৈজ্ঞানিকেরা তা আবিষ্কার করতে পারে নি।
0 Response to "শ্রীল প্রভুপাদ ও আধুনিক বিঞ্জান প্রশ্নসমূহ.........।।পরমাণু হচ্ছে ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র সংস্করণ।।(৩য় খন্ড)"
Post a Comment