শ্রীশ্রীহরিভক্তিবিলাস গন্থটি Download করুন.PDF

Krishner Das

1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

 জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।[ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হুইন ]-শ্রীল প্রভুপাদ

হরে কৃষ্ণ

🙏হরে কৃষ্ণ🙏জপ করুন সুখী হউন

শ্রীশ্রীহরিভক্তিবিলাস গন্থটি Download করুন.PDF

শ্রীশ্রীহরিভক্তিবিলাস গন্থটি Download করুন.PDF
🙏হরে কৃষ্ণ🙏



 “শ্রীশ্রীহরিভক্তিবিলাস” হিন্দু সাধারণের, বিশেষতঃ বৈষ্ণবগণের অতি উপাদেয় ও প্রয়ােজনীয় গ্রন্থ। ইহাতে স্নান, আহ্নিক, পূজা, দীক্ষা, পুরশ্চরণ, একাদশীর উপবাস, জন্মাষ্টমী শিবরাত্রি প্রভৃতি ব্ৰত, দেবপ্রতিষ্ঠা, দেবগৃহনির্মাণ, দেবগৃহপ্রতিষ্ঠা, বাস্তুগ প্রভৃতি বিবিধ বিষয়ের বিধি-ব্যবস্থা আছে। ধৰ্মকৰ্ম্মানুষ্ঠান বিষয়ে মহামহােপাধ্যায় রঘুনন্দনের অষ্টাবিংশতিতত্ত্ব যেমন ইদানীন্তন সাধারণ হিন্দুসমাজের পরিচালক, সেইরূপ মহামহােপাধ্যায় গােপালভটবিলিখিত শ্রীশ্রীহরিভক্তিবিলাসও ইদানীন্তন বৈষ্ণবসমাজের একমাত্র পরিচালক। এইজন্য সকলেই ইহা সাদরে গ্রহণ করিয়া থাকেন। এই কারণে অনেকেই ইহা টীকা ও অনুবাদ সহ মুদ্রিতও করাইয়াছেন। কলিকাতাস্থ সুপ্রসিদ্ধ বেঙ্গল মেডিকেল লাইব্রেরির স্বত্বাধিকারী প্রথিতনামা পুস্তক প্রকাশক শ্রীযুক্ত গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয়ও সম্প্রতি এই গ্রন্থের একটি সংস্করণ প্রকাশ করিতে ইচ্ছুক হইয়া আমার উপর সম্পাদনভর সমর্পণ করেন। তজ্জন্য আমি তাহারই সাহায্যে যাবতীয় মুদ্রিত পুস্তক ও কয়েকখানি প্রাচীন হস্তলিখিত পুস্তক সংগ্রহ করিয়া এই কাৰ্য্যে প্রবৃত্ত হই। কিন্তু একখানি পুস্তকও বিশুদ্ধ দেখিলাম না। অথচ যাহারা মুক্রিত করাইয়াছেন, তাঁহারা ভূমিকায় লিখিয়াছেন যে, অন্যান্য পুস্তক ভ্রমপ্রমাদে পরিপূর্ণ বলিয়া আমরা বহু বহু পণ্ডিত দ্বারা সংশােধনপূর্বক অতি বিশুদ্ধরূপে এই গ্রন্থ প্রচার করিলাম ।

👉Click here to Download

অনলাইনে পড়ুনঃ-


0 Response to "শ্রীশ্রীহরিভক্তিবিলাস গন্থটি Download করুন.PDF"

Post a Comment

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel