🙏হরে কৃষ্ণ🙏
ব্যক্তি মন যদি পবিত্র সুন্দর হয়, তা হলে এভাবে সমগ্র মানব সমাজ পবিত্র ও সুন্দর হয়ে ওঠে। শারীরিক, মানসিক, পারিবারিক ও সামাজিক যে সমস্ত সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি তার সমস্ত সমাধান করা সম্ভব হয়, যদি আমরা আমাদের পূর্বতন মহাজনদের উপদেশ-নির্দেশ মতাে আচরণ করি। বিশেষত কলিযুগের কলিপ্রভাবিত শিক্ষা ব্যবস্থায় মহাজনদের নির্দেশগুলি আমরা পাই না বললেই চলে। হয়তাে কোনও কোনও শুভানুধ্যায়ী ব্যক্তি আমাদের পূর্বপুরুষ মহাত্মাগণের হিতােপদেশ প্রচার করবেন এবং আদর্শ মানব চরিত্রের বিকাশ সাধনের জন্য যত্ন করবেন। সুধী পাঠকবৃন্দের কাছে শ্রীমদ্ভাগবত নির্ধারিত দ্বাদশ মহাজনের হিতােপদেশ সম্বলিত এই অপূর্বসুন্দর “মহাজন উপদেশ” সমাদরণীয় হয়ে উঠবে, সন্দেহ নেই।অনলাইনে পড়ুনঃ-
0 Response to "মহাজন উপদেশ গন্থটি Download করুন.PDF"
Post a Comment