জাগ্রত ছাত্র-ছাত্রীবৃন্দ! হরেকৃষ্ণ! এই আত্মতত্ত্ব সম্বন্ধীয় প্রশ্নাবলী পুস্তিকাটি প্রকাশের উদ্দেশ্য সম্বন্ধে দু-চারটি কথা বলতে চাই। বেদান্তসুত্রের শুরুতেই বলা হয়েছে - ‘অথাতাে ব্ৰহ্ম জিজ্ঞাসা'। অথ’ অর্থাৎ অনন্তর বা এর পর ব্রহ্ম জিজ্ঞাসা । কিসের পর। কর্মফল অনুসারে অনাদিকাল থেকে বিভিন্ন জীবযােনির মাধ্যমে বহু জন ভ্রমণ করার পর এই দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হওয়া যায়। কেবল এই মানব জন্যেই আত্মােপলব্ধি বা ভগবদ উপলব্ধি সম্ভব। অন্যান্য জন্মে ব্ৰক্ষ অনুসন্ধানের
কোন সুযােগ নেই। তাই মানব জন্ম প্রাপ্ত জীবের কর্তব্য সম্বন্ধে বেদান্ত সূত্রে কলা। | হচ্ছে - এই বার ব্রক্ষ জিতাসা'।
| জীব সদাসর্বদা কাম্য কর্মের সংযােগ বশতঃ অনন্ত জাগতিক প্রশ্ন করায় নিয়ােজিত থাকে। কিন্তু এই সমস্ত ভৌতিক কর্ম সম্বন্ধীয় প্রশ্নের উত্তর আমাদের যে ফল প্রদান করে তা সীমিত এবং নশ্বর, ক্ষণস্থায়ী। তাই এই শ্লোকে অথ' শব্দটি ব্যবহার করার অর্থ হচ্ছে, মনুষ্যেতর জীবনে এতদিন অনেক ভৌতিক ইন্দ্রিয়গে - ভিত্তিক অনুসন্ধান হয়েছে। কিন্তু এইবার' (অথাতাে) ব্ৰহ্মজিজ্ঞাসা। কেননা মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ব্রহ্মজিজ্ঞাসা, ভগবদনুসন্ধান। ব্রহ্মকে জানার ইচ্ছা বা আত্বত জ্ঞান লাভ করবার ইচ্ছা হচ্ছে মনুষ্য জীবনের যথার্থ ইচ্ছা। এই ভাবে। মানুষের জন্য ব্রহ্মজিজ্ঞাসাই যথার্থ জিজ্ঞাসা এবং প্রকৃত শ্রেয় বা মঙ্গল প্রদানকারী।
সাধারণত ঃ ছাত্রজীবনে আমাদের মনে বহু প্রশ্ন জাগে। শুধু ছাত্র জীবনে কেন, | শিশু অবস্থা থেকেও আমরা বহু প্রশ্ন জিজ্ঞাসা করে আসহি এবং বিভিন্ন ভাবে সে
সব প্রশ্নের উত্তর লাভ করছি। দুর্ভাগ্যবশতঃ সময়ের অগ্রগতি তথা আধুনিক সভ্যতার তথাকথিত প্রগতির সাথে সাথে জীবনের শ্রেয় গতি প্রদানকারী পরমার্থ বিষয়ক প্রশ্ন সম্বন্ধে আমরা নিরুৎসাহিত হয়ে পড়েছি। কারাে একটু উৎসাহ থাকলেও এই সব প্রশ্নের যথাযথ উত্তর প্রাপ্তির অবকাশ বা সুযােগ ছাত্রদের কাছে আজ অত্যন্ত দুর্লভ হয়ে উঠেছে।
Next...
অনলাইনে পড়ুনঃ-
👇
0 Response to "জাগ্রত চেতনা বইটি Download করু.PDF"
Post a Comment