🙏হরে কৃষ্ণ🙏
🙏🙏আমরা আমাদের পরমারাধ্যতম গুরুদেব শ্রী শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী
মহারাজের সাক্ষাৎ বপু সঙ্গহারা হয়ে তার শীমুখবিগলিত মহা অমৃতময়ী
ভাগবত বাণীর সেবা হতে বঞ্চিত হয়েছি। ফলতঃ রিদয়ে সর্বদা হা-হতাশ-
জনিত বিরহবেদনা-রুপ অগ্নীতাপে সন্তপ্ত হয়ে মহৎ ভাগবত বাণী শ্রবণের
নিদারুণ অভাববোধে অস্থির হয়ে পড়েছি। এ অবস্থায় তার শ্রমুখবিগলিত মহা-
অমৃতময়ী বাণী অনুশীলন একান্ত প্রয়োজন বলে মনে করে তার গভীর
অনুভূতিপূর্ণ বাণী সংগ্রহ করে ' গঙ্গাজলে গঙ্গা পূজার" ন্যায় গুরু পুজার অর্ঘ
সাজাবার হ্মুদ্র প্রচেষ্টা করেছি মাত্র। তাঁর শ্রীমুখবিগলিত বাণী শাশ্বত বেদবাণী
চিরন্তনী ভাগবতী বাণী। এই বাণী উড়িয়া 'ভগবৎ দ্শন-নামক সংখ্যাগুলিতে
সম্পাদকীয় কলমে প্রবন্ধবলী আকারে প্রকাশিত ছিল। তার মধ্যে নির্বাচিত
প্রবন্ধবলীর অবলম্বনে এই 'গৌর-কৃষ্ণ-জগন্নাথ' গ্রন্থখানি শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা
তিথিতে প্রকাশ করার চেষ্টা করা হলো। এই গ্রন্থখানি পড়ে আমরা আমাদের
অনুচেতন জিবাত্মা ভজন পথে নব নব ভাবে উদ্দীপন লাভ-পুর্বক শুদ্ধ
ভক্তিতে পরিপ্লাবিত হয়ে শ্রীরাধা- গোবিন্দের চরণ সরোজে উপনীত হতে
পারবো বলে এই ভরসা রাখি। এটাই আমাদের সুদৃঢ়তম বিশ্বাস।
অবশেষে পাঠক শ্রীভক্তবৃন্দের চরণে বিনীত নিবেদন এই যে, তারা যেন
এই গ্রন্থের ভাষাত্তর-জনিত ক্রটি বিচ্যুতি ক্ষমাসুন্দর চোখে দর্শন করে যদি
সারনির্যাস আস্বাদন করেন, তা হলে পরিশ্রম সার্থক হয়েছে বলে আমরা
ধন্যাতিধন্য হবো।
অনলাইনে পড়ুনঃ-
0 Response to "গৌর-কৃষ্ণ-জগন্নাথ' গ্রন্থখানি.PDF"
Post a Comment