ষড়রিপু কি ?

Krishner Das

1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

 জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।[ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হুইন ]-শ্রীল প্রভুপাদ

হরে কৃষ্ণ

🙏হরে কৃষ্ণ🙏জপ করুন সুখী হউন

ষড়রিপু কি ?

 ষড়রিপু কি ?


ষড়রিপু কি ?







 ষড়রিপু কি ?

 ষড়রিপু হচ্ছে ছয়টি শত্রু , রিপু মানুষের চিত্তে অবস্থান করলে মানুষ কে পাপী করায় । সেই ছয় রিপু হল:- কাম , ক্রোধ , লোভ , মোহ , মদ ও মাৎসর্য ।

 ১..কাম. মানুষ স্বচ্ছন্দে , নিষ্পাপে দেহ যাত্রা নির্বাহের জন্য অর্থ ও দ্রব্য বাসনা করে থাকে । সেই বাসনার অতিরিক্ত বাসনাকে কাম বলা হয় । সেই কামই আমাদের উপদ্রব সৃষ্টি করে ।

 ২..ক্রোধ কামনা পূর্ণ না হলে মানুষ উত্তেজিত হয়ে কলহ , কটুবাক্য প্রয়োগ , অন্যের প্রতি আঘাত এমন কি আত্মঘাতমূলক পাপকর্ম করে বসে । সেই উত্তেজনা কে ক্রোধ বলে ।।

 ৩..লোভ বহু বিঘ্ন আশঙ্কা সত্ত্বে ও কোন বস্তু ভোগের মানসিকতাকে লোভ বলা হয় ।

 ৪.. মোহ মাত্রাতিরিক্ত অনিত্যবস্তুতে মমতা কে মোহ বলা হয় । 

৫..মদ নিজেকে বড়,শ্রেয়,উন্নত বলে মনে করা কে মদ বলা হয়।

 ৬..মাৎসর্য পরের উন্নতি সহ্য করতে না পারা কে মাৎসর্য বলা হয় । 

এই ছয় রিপুর মধ্যে যে কোন রিপুই চিত্তবিভ্রম ঘটায় । যার ফলে লোকে পাপাচারে লিপ্ত হয় । সেজন্য সর্বদাই এর থেকে দূরে থাকাই মঙ্গলজনক,পঞ্চইন্দ্রীয় শরীরে এসব সর্বদাই আপনাকে গ্রাস করার চেষ্টা করিবে,আপনার মনে প্রবেশ করার চেষ্টা করিবে,একবার যদি আপনি এদের জালে জড়িয়ে পড়েন,নতুন নতুন কাম ক্রোধ লোভের জালে জড়িয়ে ফেলবে আর একবার যদি আপনি এই পথে পা বাড়ান,এই পথের শেষ নেই,চলতেই থাকবেন যদিও বা আপনার সম্বিৎ ফেরে আপনার ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে উঠবে । কারণ এর মধ্যে আপনি অনেককে অনেক কথা দিয়ে ফেলেছেন অনেক কষ্টে অনেক পরিকল্পনার কাছাকাছি চলে এসেছেন এই পথ থেকে সরে আসলে সব নষ্ট যাকে কথা দিয়েছেন তার কাছে ছোট হয়ে তার কথা আজীবন আপনাকে বিধবে। আর ক্রোধের বশে আপনি যাহাকে আঘাত করিলেন,তাহার কাছে আপনি আজীবন ছোট হয়ে থাকিলেন আর যার মনে অতিরিক্ত লোভ মানুষ তো তাকে দেখতেই পারে না,সর্বদা আপনাকে মানুষ দূরে রাখিবে এজন্যই সর্বদা মনকে বশে রাখতে হয়। আর মনকে বশে রাখতে গেলে আপনাকে অভ্যাস করিতে হবে এগুলি যখনই মনে উকি দেবে,একে দূরে ঠেলে দিতে হবে,ধর্মের পথে চলতে হবে অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে, ঈশ্বরের ইচ্ছা ভেবে, তবেই আপনি এই রিপু গুলিকে জয় করিতে পারবেন। 🌿

0 Response to " ষড়রিপু কি ?"

Post a Comment

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel