ওঁকার না হরেকৃষ্ণ ➤ কোনটি জপ করা কর্তব্য? ওঁকার না হরেকৃষ্ণ? দুটোই তো ভগবানের নাম।
কোনটি তাহলে সবসময় জপ্য?ভ্রান্তি নিরসন কল্পে- ♻ গীতায় ভগবান বলেছেন- ওঁ ইত্যেকাক্ষরং ব্রহ্ম
ব্যাহরন্মামনুস্মরন্। যঃ প্রয়াতি ত্যজন্ দেহং স যাতি পরমাং গতিম্।। (গীতা ৮/১৩) অনুবাদঃ
'যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে' পবিত্র ওঁঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ
করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমা গতি লাভ করবেন। এখানে লক্ষ্যণীয় ভগবান শ্রীকৃষ্ণ ওঁ
উচ্চারণ করতে বলেছেন 'যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে'। মনুস্মৃতির ২/৭৫ এ বলা আছে পূর্ব কুশাসনে প্রবিষ্ট
হয়ে দুই কর শুদ্ধ করে ত্রিবিধ প্রাণায়ম করে তবেই 'ওঁ' জপের যোগ্যতা লাভ করা যায়। এরূপ
সঠিকভাবে নিয়মতান্ত্রিক প্রণালীতে 'ওঁ' জপের যোগ্যতা লাভের জন্য যোগাভ্যাসের প্রয়োজন।
মৃত্যুশয্যায়ে যোগী ব্যতীত বেশিরভাগ মানুষের পক্ষেই এরূপ যোগপ্রণালী অনুসরণ পূর্বক 'ওঁ' জপা
সম্ভব নয়। (মৃত্যুকালে যোগপ্রণালী বিস্তারিত গীতা ৮/১০ দ্রষ্টব্য) তাহলে যারা ওঁ জপতে সমর্থ নন তারা
কি প্রকারে মুক্তি পাবেন? তাদের জন্য পরমেশ্বর শ্রীকৃষ্ণ গীতার ৮ম অধ্যায়ের শুরুতেই বলে
দিয়েছেন- অন্তকালে চ মামেব স্মরন্মুক্তা কলেবরম্। যঃ প্রয়াতি স মদ্ভাবং যাতি নাস্ত্যত্র সংশয়ঃ।।
(গীতা ৮/৫) অনুবাদঃ মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার
ভাবই প্রাপ্ত হন। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। অর্থাৎ, মৃত্যুকালে যেকোন প্রকারেই শ্রীকৃষ্ণের স্মরণ
করলেই ব্যক্তি তৎক্ষণাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হবেন। একই শ্লোকে শ্রীকৃষ্ণ ভক্তদের বলেছেন,
তাঁর এই কথার উপর কোনরূপ সন্দেহ রাখার আবশ্যকতা নেই, নিশ্চিতভাবেই মৃত্যুকালে স্মরণমাত্র
শ্রীকৃষ্ণকে লাভ করা সম্ভব। তাহলে মূল কথা হলোঃ মৃত্যুকালে শ্রীকৃষ্ণের যেকোন রূপ স্মরণ দ্বারা
অনায়াসে ভক্ত শ্রীকৃষ্ণকে লাভ করতে পারেন, শ্রীকৃষ্ণ এ ব্যাপারে নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন গীতা
৮/৫ এ। আর কোন যোগী যদি মৃত্যু শয়্যায় যোগ অভ্যাসে প্রবিষ্ট হয়ে , পূর্ণ যোগশক্তির বলে ভ্রুযুগলের
মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে ওঁ জপ করে দেহ রাখতে চায় তবে তা ব্যক্তির একান্ত নিজস্ব ব্যাপার,
এভাবেও মুক্তি সম্ভব। তবে সব চেয়ে সহজ পন্থা হলো 'হরে কৃষ্ণ' মহামন্ত্র জপ, যা জপার জন্য কোনো
বাঁধা ধরা নিয়ম নেই। মৃত্যু যে কোন মুহূর্তে আসতে পারে, তাই সর্বদাই 'হরে কৃষ্ণ' মহামন্ত্র জপ দ্বারা
আমরা মৃত্যুরূপী কালকে জপ করতে পারি। যেমনটি ভগবান বলেছেন, "সতত কীর্তয়ন্ত মাম্। "
আমাদের এখন থেকে 'হরে কৃষ্ণ' মহামন্ত্র নিরন্তন জপ করা উচিত, যাতে 'অভ্যাসবশত' মৃত্যুকালে
মুখে আপনা থেকেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারিত হয়- অভ্যাসযোগযুক্তেন চেতসা
নান্যগামিনা। পরমং পুরুষং দিব্যং যাতি পার্থানুচিন্তয়ন্।। (গীতা ৮/৮) অনুবাদঃ হে পার্থ! অভ্যাস যোগে
যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাঁকেই প্রাপ্ত হবেন। 🍂
0 Response to "ওঁকার না হরেকৃষ্ণ ➤ কোনটি জপ করা কর্তব্য?"
Post a Comment