শ্রীগুরুপ্রণাম মন্ত্র
অজ্ঞান-তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন-শলাকয়া
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
অখণ্ড মণ্ডলা কারং ব্যাপ্তং যেন চরাচরম।
তদপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ।।
গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুঃ গুরুর্দেবো মহেশ্বরঃ।
গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
ওঁ সংসার বৃক্ষম আরুঢ়াঃ পতন্তি নরকার্ণবে।
যেনধৃতমিদং বিশ্বং তস্মৈ শ্রীগুরবে নমঃ।
ওঁ ন গুরোরধিকং তত্ত্বং ন গুরোরধিকং তপঃ।
তত্ত্বজ্ঞানাৎ পরং নাস্তি তস্মৈ শ্রীগুরবে নমঃ
ওঁ মন্নাথঃ শ্রীজগন্নাথো মদগুরুঃ শ্রীজগদগুরুঃ।
মমাত্মা সর্ব্বভূতাত্মা তস্মৈ শ্রীগুরবে নমঃ
ওঁ চৈতন্যং শাশ্বতং শান্তং ব্যোমাতীতং নিরঞ্জনম্।
বিন্দু-নাদ-কলাতীতং তস্মৈ শ্রীগুরবে নমঃ
ওঁ নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম্।
নিত্যবোধং চিদানন্দং গুরুব্রহ্মঃ নমাম্যহম্।।
ওঁ ধ্যানমূলং গুরোঃ মুর্ত্তি পূজামূলংগুরোঃ পদম্।
মন্ত্রমূলং গুরোঃ বাক্যং মোক্ষমূলং গুরোঃ কৃপা।।
শ্রীলপ্রভুপাদ প্রণতি
নমো ওঁবিষ্ণুপাদায়
কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে৷
শ্রীমতে ভক্তিবেদান্ত
স্বামীনিতি নামিনে৷৷
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে৷
নির্বিশেষ-শূন্যবাদী পাশ্চাত্যদেশ-তারিণে৷৷
শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রণতি
নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে ভক্তিসিদ্ধান্ত সরস্বতীতি নামিনে।।
শ্রীবার্ষভানবীদেবী-দয়িতায় কৃপাদ্ধয়ে।
কৃষ্ণসম্বন্ধ-বিজ্ঞানদায়িনে প্রভবে নমঃ।।
মাধুর্যোজ্বল-প্রেমঢ্য-শ্রীরূপানুগভক্তিদ।
শ্রীগৌরকরুণাশক্তি-বিগ্রহায় নমোহস্তু তে।।
নমস্তে গৌরবাণী-শ্রীমূর্তয়ে দীনতারিণে।
শ্রীরূপানুগবিরুদ্ধাপসিদ্ধান্ত-ধ্বান্তহারিণে।।
শ্রীল-গৌরকিশোর দাস বাবাজী-প্রণতি
নমো গৌরকিশোরায়
সাক্ষাদবৈরাগ্যমূর্তয়ে।
বিপ্রলম্ভরসাম্ভোধে পাদাম্বুজায়
তে নমঃ।
শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর-প্রণতি
নমো ভক্তিবিনোদায় সচ্চিদানন্দ-নামিনে।
গৌরশক্তিস্বরূপায় রূপানুগবরায় তে।।
শ্রীল-জগন্নাথ দাস বাবাজী প্রণতি
শ্রীগৌরাবির্ভাবভূমেস্ত্বংনির্দেষ্টা সজ্জন-প্রিয়ঃ।
বৈষ্ণব-সার্ব্বভৌম শ্রীজগন্নাথায় তে নমঃ।।
শ্রীগুরুবন্দনা (১)
ভব সাগর তারন কারন হে, রবি নন্দন বন্দন খন্ডনহে।
শরনাগত কিঙ্কর ভীতমনে, গুরুদেব দয়া কর দীনজনে।।
হৃদি কন্দর তামস ভাস্করহে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে।
পর ব্রহ্ম পরাৎপর বেদভনে, গুরুদেব দয়া কর দীন জনে।।
মন বারন শাসন অধুশহে, নর প্রান তরে হরি চাক্ষুষ হে।
গুন গান পরায়ন দেবগনে, গুরুদেব দয়াকর দীন জনে।।
কুল কুন্ডলিনী ঘুম ভঞ্জক হে, হৃদিগ্রন্থি বিদারন কারক হে।
মন মানস চঞ্চল রাত্র দিনে, গুরুদেব দয়াকর দীন জনে।।
রিপু সুদন মঙ্গঁল নায়কহে, সুখ শান্তি বরাভয় দায়ক হে।
ত্রয় তাপ হরে তব নাম গুনে, গুরুদেব দয়াকর দীন জনে।।
অভিমান প্রভাব বিমদ্দর্কহে, গতিহীন জনে তুমি রক্ষক হে।
চিত্ত শঙ্কিত বঞ্চিত ভক্তিধনে, গুরুদেব দয়া কর দীন জনে।।
তব নাম সদা শুভ সাধকহে, পতিতা ধর্ম মানব পাবক হে।
মহিমা তব গোচর শুদ্ধমনে গুরুদেব দয়াকর দীন জনে।।
জয় সদ গুরু ঈশর প্রাবকহে, ভবরোগ বিকার বিনাশক হে।
মন যেন রহে তব শ্রীচরনে, গুরুদেব দয়াকর দীন জনে।।
শ্রী গুরু বন্দনা(২)
শ্রীগুরুচরণপদ্ম
কেবল ভকতি সদ্ম,
বন্দো মঞি সাবধান মতে।
যাঁহার প্রসাদে ভাই,
এ ভব তরিয়া যাই,
কৃষ্ণ-প্রাপ্তি হয় যাঁহা হ’তে।।
গুরু-মুখপদ্ম-বাক্য
চিত্তেতে করিয়া ঐক্য,
আর না করিহ মনে আশা।
শ্রীগুরু-চরণে রতি,
এই সে উত্তম-গতি,
যে প্রসাদে পুরে সর্ব আশা।।
চক্ষু-দান দিল যেই,
জন্মে জন্মে প্রভু সেই,
দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত।
প্রেম-ভক্তি যাঁহা হৈতে,
অবিদ্যা-বিনাশ যাতে,
বেদে গায় যাঁহার চরিত।।
শ্রীগুরু করুণা-সিন্ধু,
অধম-জনার বন্ধু,
লোকনাথ লোকের জীবন।
হা হা প্রভু কর দয়া
দেহ মোরে পদছায়া,
এবে যশ ঘুষুক ত্রিভুুবন।।
0 Response to " শ্রীগুরুপ্রণাম মন্ত্র ও শ্রীগুরুবন্দনা ।।Sriguru Pranam Mantra and Sriguru Bandana"
Post a Comment