গীতার রহস্য গন্থটি Download করুন.PDF

Krishner Das

1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

 জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।[ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হুইন ]-শ্রীল প্রভুপাদ

হরে কৃষ্ণ

🙏হরে কৃষ্ণ🙏জপ করুন সুখী হউন

গীতার রহস্য গন্থটি Download করুন.PDF

গীতার রহস্য গন্থটি Download করুন.PDF



                                   গন্থঃ- গীতার রহস্য.PDF



মানুষ হচ্ছে ভগবানের সৃষ্ট শ্রেষ্ঠ জীব। তাই, মানবজীবনের একটি মহৎ উদ্দেশ্য আছে কর্তব্য আছে, সেটি হচ্ছে ব্রহ্মজিজ্ঞাস; অর্থাৎ আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি কেন এখানে কষ্ট পাচ্ছি ? মানবমনে যতক্ষণ না এই ব্রহ্মজিজ্ঞাসার উদয় হচ্ছে, ততক্ষণ তাকে মানুষ বলে গণ্য করা চলে না। | মানবজীবন সুদুর্লভ এবং বিশেষ তাৎপর্যপূর্ণ। তাই, এই জীবন পেয়েও যদি আমরা এর যথাযথ সদ্ব্যবহার না করি, এই জীবন পেয়েও যদি আমরা ব্লগজিজ্ঞাসা না করি, তা হলে এই সুদুর্লভ জীবনের বৃথা অপচয় করা হয়। এই সম্বন্ধে শ্রীল ভক্তিবিনােদ ঠাকুর বলেছেন এমন দুর্লভ মানব-দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ, না কেহ | এবে না ভজিলে যশােদা-সুত, চরমে পড়িবে লাজে। এই দুর্লভ মানবজীবন যখন আমরা পেয়েছি, তখন আমাদের আর ভাবনা কি? কারণ, এই জীবনে আমাদের ব্রহ্মজিজ্ঞাসা করা সম্ভব। এই ব্রহ্মজিজাসার যথাযথ উত্তর লাভ করে আমরা যদি যশােদা- নন্দনের সেবা করি, তা হলে আমরা জড় বন্ধন থেকে মুক্ত হতে পারি—ভব-মহাদাবাগ্নি নির্বাপণ করতে পারি এবং আমাদের পরমার্থ সাধন করতে পারি। কিন্তু তা যদি না করি, তবে আমাদের চরম লজ্জায় পড়তে হবে। মৃত্যুকালে যখন এই দেহটি ছেড়ে চলে যাবার সময় আসবে, তখন এই দুর্লভ মানবজীবনকে অবহেলায় অপচয় করার জন্য লজ্জায় ও দুঃখে, আমাদের অন্তর ব্যথাতুর হয়ে উঠবে। কিন্তু তখন আর আমরা সেই হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পাব না। তাই যে বুদ্ধিমান, সে সময় থাকতে এই সম্পদের সদ্ব্যবহার করে নেয়। সে বুঝতে পারে যে, ব্রহ্মজিজ্ঞাসাঁই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য...।।


👉Click here to Download

অনলাইনে পড়ুনঃ-

0 Response to "গীতার রহস্য গন্থটি Download করুন.PDF"

Post a Comment

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel